প্রকাশিত: Wed, Dec 7, 2022 6:41 PM
আপডেট: Tue, Jul 1, 2025 10:58 PM

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন আহমদ কায়কাউস

আনিস তপন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন। আগামী ৮ ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ধন্যবাদ প্রস্তাবের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।  প্রজ্ঞাপনটি সোমবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আহমদ কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে প্রায় ৩৭ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি আগামী ৮ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন। 

আহমদ কায়কাউস ২০১৬ সাল থেকে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব